রুমির কথায় সাথী খানের নতুন গান
এ.কে.এম.মুজাহিদুল ইসলাম (সিটিটিভি) : ঈদের আনন্দকে বাড়িয়ে দেয় নতুন গান। এবারও ঈদে বেশ কিছু নতুন গান নিয়ে হাজির হচ্ছেন শিল্পীরা। তরুন গীতিকার মামুন আফনান রুমীও ঈদের গান নিয়ে হাজির হয়েছেন। আমার কেমন ব্যাথা লাগে আসছে ঈদে। গানটি গেয়েছেন সাথী খান, সুর করেছেন এস রুহুল, মিউজিক করেছেন রেজওয়ান শেখ। গানটি আসবে চিশতী মিউজিক থেকে।
গীতিকার মামুন আফনান রুমী বলেন, এরই মধ্যে অনেক শিল্পীর জন্য গান লিখেছি। এই গানটিও আমার খুব পছন্দের লেখা। গানটি শুনলে সবাই বুঝতে পারবেন কতটা দরদ আছে। আশা করি সবার খুব পছন্দ হবে। এ বিষয়ে সাথী খান বলেন, গানের কথাগুলো শ্রুতিমধুর। ঈদ উপলক্ষে গানটি প্রকাশ করা হবে। আশা করি, আমার নতুন গানটি সবার ভালো লাগবে। সামনে আরো নতুন কিছু গানের পরিকল্পনা করছি। যা ধারাবাহিকভাবে মুক্তি পাবে।