ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতির ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সাবেক সচিব মোঃ নূরুল ইসলামকে সভাপতি এবংসিআইডি হেডকেয়ার্টার্সের ডিআইজি মোঃ আবু কালাম সিদ্দিককে সাধারণ সম্পাদক করে ঢাকাস্হ রংপুর বিভাগবাসীদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। রংপুর বিভাগ সমিতি, ঢাকা’র ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
আগামী ৩ বছরের জন্য এই কমিটির অনুমোদন দিয়ে মঙ্গলবার (১৩ জুন) পত্র জারি করেছেন জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকা’র উপ-পরিচালক মোঃ রকনুল হক।
এর আগে, ২০২৩ সালের ২৫ মে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটশন বাংলাদেশ, খামারবাড়ী ফার্মগেট,ঢাকায় অনুষ্ঠিত সমিতির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) মোঃ নূরুল ইসলাম, পিএইচডি -কে সভাপতি এবং মোঃ আবু কালাম সিদ্দিককে সাধারণ সম্পাদক করে সমিতির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।
গঠিত নতুন কমিটিতে সহ সভাপতি হিসেবে রয়েছেন-
সাবেক সচিব ও এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রেজাউল আহসান
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম
ভূমি মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ খলিলুর রহমান
সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্হাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমান প্রধান
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ হুমায়ুন কবীর
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্হাপনা বিভাগের অতিরিক্ত সচিব ড. মইনুল হক আনছারী
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ ইসহাক
ডেসকোর প্রধান প্রকৌশলী মোঃ এনামুল হক
প্রাইম সনিক গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আক্কাছ আলী সরকার
সুপ্রিম টি লিঃ এর চেয়ারম্যান এইচ এম জাহাঙ্গীর আলম রানাসহ ১০ জন।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন-
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব সুলতানা ইয়াসমীন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাঈমা হোসেন
ঢাকা জেলার পুলিশ সুপার সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম-বার
লিডিং বাংলাদেশ লিঃ এর চেয়ারম্যান মোঃ সোহেল রানা সহ ৪ জন।
কোষাধ্যক্ষ্য হিসেবে রয়েছেন-
ব্লুমিং ফার্মা লিঃ এর চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক হিসেবে নোয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম
সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে আট জেলায় ৮ জন।
প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে ডিএমপির ডিবি (রমনা বিভাগ) এর উপ পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবীর পিপিএম, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার মোঃ আশিক হাসান পিপিএম, দপ্তর সম্পাদক হিসেবে লিডিং বাংলাদেশ লিঃ এর ব্যবস্হাপনা পরিচালক মোঃ হাবিল রানা।
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ নাজমুল ইসলাম সুমন বিপিএম, সেবা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নিওসিস ইন্জিনিয়ারিং লিঃ এর ব্যবস্হাপনা পরিচালক বরদা ভূষণ রায় লিটন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্হাপনা সম্পাদক পদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোঃ শাহীনুর ইসলামসহ বিভিন্ন সম্পাদকীয় পোস্টে মোট ১৮ জন।
কার্যনির্বাহী সদস্য পদে সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ মাহফুজুর রহমান, আল নাসের এভিয়েশনের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল নাসের, সাবেক অতিরিক্ত সচিব মোঃ কফিল উদ্দিন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব আব্দুস সবুর মন্ডল, পুলিশ হেডকোয়াটার্সের অতিরিক্ত আইজিপি মোঃ আতিকুল ইসলাম বিপিএম-বার, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায়, দূর্নীতি দমন কমিশনের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ কায়সার আলী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. জাকেরুল আবেদীন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ মুনিবুর রহমান, ক্রিডেন্স হাউজিং লিঃ এর ব্যবস্হাপনা পরিচালক জিল্লুল করিম, রংপুর গ্রুপের চেয়ারম্যান নাজমুল আহসান সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব মোঃ মাহমুদুল আলম, ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ, শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান,বিপিএম সহ কার্যনির্বাহী সদস্য পদে ২৭ জন সহ মোট ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে।
রংপুর বিভাগ সমিতি, ঢাকা রাজধানী ঢাকায় কর্মসূত্রে অবস্থান ও বসবাসকারী রংপুর বিভাগের সকল পর্যায়ের মানুষের একটি স্বেচ্ছাসেবী, সমাজকল্যাণমূলক, অলাভজনক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ।প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি রংপুর বিভাগের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন সেবাধর্মী ও উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান, বন্যা দুর্গত মানুষের সাহায্যার্থে জরুরী ত্রাণ সামগ্রী বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, রংপুর বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় আগত দুস্হ,গরীব ও অর্থনৈতিক ভাবে অক্ষম রোগীদের সাহায্য করা সহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
মহামারী কোভিড-১৯ এর ফলে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে রংপুর বিভাগের খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়লে রংপুর বিভাগ সমিতি, ঢাকা তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রথমে ঢাকায় এবং পরবর্তীতে রংপুর বিভাগের আট জেলায় অসহায়, দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে বৃহৎ পরিসরে কয়েকটি ধাপে “খাদ্য সহায়তা কর্মসূচি” বিষয়ক মানবিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে।
এছাড়াও প্রতি বছর বার্ষিক সাধারণ সভা, বনভোজন এবং দোয়া ও ইফতার মাহফিল আয়োজনের মধ্য দিয়ে ঢাকাস্থ রংপুর বিভাগবাসীদের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।