বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বেনাপোল শাখা কমিটির অনুমোদন

0

তামিম হোসেন সবুজ বেনাপোল(যশোর): বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বি এম এস এস) বেনাপোল শাখা কমিটির অনুমোদন হয়েছে। গত ২৫/০৪/২০২৪ (বৃহস্পতিবার) বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির নিজস্ব প্যাডে সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান তোতা এবং মহাসচিব মো: ছগীর আহমেদ স্বাক্ষরিত ১১ সদস্যের কমিটি অনুমোদন দেন কমিটির ১১ সদস্যের মধ্যে সভাপতি আইয়ুব হোসেন পক্ষী ও রাসেল ইসলামকে সাধারণ সম্পাদক করে দায়িত্ব ভার প্রদান করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আসাদুজ্জামান রিপন দৈনিক লাখো কন্ঠ, যুগ্ম সাধারণ সম্পাদক তামিম হোসেন সবুজ দৈনিক অনির্বাণ, সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন দৈনিক কাগজ, সহ-সাংগঠনিক সম্পাদক মো: জসিম উদ্দিন চ্যানেল এস, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সেন্টু বাংলা টিভি, প্রচার সম্পাদক মো: সাগর হোসেন দৈনিক খোলা কাগজ, কার্যনির্বাহী সদস্য লোকমান হোসেন রাসেল দৈনিক যশোর বার্তা, কার্যনির্বাহী সদস্য মিলন কবীর রুপান্তর প্রতিদিন, কার্যনির্বাহী সদস্য মো: সংগ্রাম হোসেন আনন্দ টিভি (ক্যামেরা জার্নালিষ্ট)।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.