বেনাপোল ঘিবা সীমান্তে মায়ানমার নাগরিকসহ আটক ৪

0

তামিম হোসেন সবুজ বেনাপোল(যশোর): পাসপোর্ট ভিসা ছাড়া অবৈধ পথে ভারতে যাবার সময় যশোরের বেনাপোল ঘিবা সীমান্ত থেকে এক মায়ানমার নাগরিক সহ ৪ জন কে আটক করেছে বিজিবি। শনিবার রাতে ঘিবার মাঠ নামক স্থান হতে তাদেরকে আটক করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ ঘিবা বিওপির একটি টহল দল। আটককৃতদের মধ্যে ০২জন বাংলাদেশী মহিলা, ০১ জন পুরুষ এবং ০১ জন মায়ানমার নাগরিক রয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলো, ঢাকা জেলার খিলগাঁও থানার জুরবিটা গ্রামের ধূপিচাদ মন্ডলের ছেলে কৃষ্ট ধর মন্ডল (৫০), মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর থানার সন্দুয়া গ্রামের সুধীর চন্দ্র বৈরাগীর ছেলে আশা রানী বাছার (৪০), নড়াইল জেলার কালিয়া থানার পেড়লি গ্রামের খোকা শেখের ছেলে শিউলী খাতুন এবং মায়ানমার নাগরিক মোঃ হোসেনকে আটক করা হয়।

বিজিবি ঘিবা ক্যাম্প কমান্ডার হাবিলদার আব্দুস সামাদ জানান, আটককৃত বাংলাদেশী নাগরিকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলো এবং মায়ানমার নাগরিক ভারতে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলো । তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.