রংপুরে জিন পরীর ভয় দেখানো প্রতারক গ্রেফতার

0

জিন, পরীর ভয় দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আতিকুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ এর একটি আভিজানিক টিম। ২৯ সেপ্টেম্বর, ২০২২ ইং রাতে রংপুর মহানগরীর কেরানীপাড়া চৌরাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আতিকুল ইসলাম কেরানী পাড়ার আলীম উদ্দিনের ছেলে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, গাছের নিচে বসে জিনের সঙ্গে বৈঠক, জিনদের তালিম এবং জাদু-টোনার মাধ্যমে অলৌকিক কিছু দেখিয়ে ভিকটিমদের মনে ভয়ভীতি সৃষ্টি করে টাকা আত্মসাৎ করার বিষয়টি স্বীকার করেছে আতিকুল।

আতিকুলের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ডায়েরি, মোবাইল, সিমকার্ড, তাবিজের খোসা, চাঁদা আদায়ের রশিদ বই, কুরআন সদৃশ্য ছোট বই উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আতিকুল ছাড়াও এই চক্রে আরও কয়েকজনের জড়িত থাকার তথ্য পেয়েছে র‍্যাব-১৩।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.