ভ্রাম্যমাণ আদালতের নামে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগে রংপুরের মাহিগঞ্জে হরতাল ও মানববন্ধন

0

ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ব্যবসায়ীদের হয়রানিসহ জরিমানা আদায় করার অভিযোগে উত্তরাঞ্চলে বৃহৎ চালের মোকাম হিসেবে পরিচিত রংপুরের মাহিগঞ্জে হরতাল ও মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। রবিবার (২৩ অক্টোবর,২০২২ইং) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাহিগঞ্জ ব্যবসায়ী সমিতির ডাকে এই কর্মসূচিতে অংশ নেন ব্যবসায়ীরা।

হরতাল চলাকালে মাহিগঞ্জ এলাকার সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠানসহ চালের আড়ত এবং অটোমেটিক রাইস মিল বন্ধ রাখা হয়। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন– মাহিগঞ্জ বাজার দোকান মালিক সমিতির সভাপতি সালেহ আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ টিটু, ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা তুহিন চৌধুরী প্রমুখ।

ব্যবসায়ীরা অভিযোগ,করোনা মহামারির কারণে এমনিতেই তারা সর্বস্বান্ত হয়ে পড়েছেন, ঋণগ্রস্ত হয়েছেন। এমন বাস্তবতায় শনিবার রংপুর পাট উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের নামে মাহিগঞ্জ বাজারে দুটি চালের আড়তে পলিপ্যাকে প্যাক করা চালের বস্তা রাখার অভিযোগে মোটা অংকের অর্থ জরিমানা করা হয়। অথচ ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য পাটজাতীয় পণ্য ব্যবহারে বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।

সেই সঙ্গে এখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বন্ধ রাখা হয়েছে। বিষয়টি রংপুর জেলা প্রশাসনের কেউই জানেন না। তাদের জানানো হয়নি। হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য অভিযান চালানো হয়েছে। পাট কর্মকর্তার অপসারণ এবং ব্যবসায়ীদের হয়রানি বন্ধের দাবি জানান ব্যবসায়ীরা।

এ ব্যাপারে জানতে রংপুর পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুবুল আলম বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আইনত পলিব্যাগ ব্যবহার নিষিদ্ধ হওয়ার পরেও ব্যবসায়ীরা অবৈধভাবে তা ব্যবহার করছেন। সে কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।’

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.