পাকিস্তানের রিজার্ভ মাত্র সাড়ে ৪ বিলিয়ন
পাকিস্তানে চরম অর্থনৈতিক সংকটের সঙ্গে সঙ্গে ডলার সংকটও চলছে। এরই মধ্যে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ কমে সাড়ে চার বিলিয়ন মার্কিন ডলারে নেমেছে। এ পরিমাণ বৈদশিক মুদ্রা দিয়ে দেশটি মাত্র এক মাস আমদানি ব্যয় নির্বাহ করতে পারবে। খবর জিও নিউজের।
সূত্রের বরাতে জিও নিউজ জানায়, সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ব্যাংককে ৬০০ মিলিয়ন ডলার ও দুবাই ইসলামিক ব্যাংককে ৪২০ মিলিয়ন মার্কিন ডলার ফেরত দিয়েছে পাকিস্তান। ফলে স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) রিজার্ভ সাড়ে ৪ বিলিয়নে নেমে আসে।
সূত্রের বরাতে জিও নিউজ আরও জানায়, ‘পাকিস্তান জলবায়ু সহনশীল’ নামে একটি আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে দেড় বিলিয়ন ডলার মূল্যের বৈদেশিক তহবিল সংগ্রহের চেষ্টা করবে দেশটির জোট সরকার। এ জন্য আগামী রোববার উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে জেনেভায় যাবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।