তুমি ভাসাও, তুমিই ডুবাও
প্রিয়তমা,
তুমি ভাসাও, তুমিই ডুবাও
উত্থান পতনের গল্প তোমার ইশারায় রচিত হয়
কি এক আশ্চর্য শক্তি তুমি বিস্মিত হই!
কোন সভা-সমাবেশ, নিন্দা বাক্য
প্রতিবাদ মিছিলে কিছুই যায় আসেনা তোমার।
এ হৃদয়ের ক্রন্দন, অস্থিরতা
এখন গভীর নীরবতায় মিলিয়ে গেছে
তবু প্রকৃতি বলে কিছু আছে;
কোন একদিন এক মহাশক্তির গল্প প্রকাশিত হবে
যুগ যুগ ধরে যে গল্প বয়ে নেবে আমার এ অশ্রু ধারা।
আমার অন্তর রাজ্যে তোমার আধিপত্য
একদিন কলঙ্কিত হবে-
আগামীর কোন সুপ্রসিদ্ধ বইয়ের নরম পাতার ভাঁজে ভাঁজে।
আমি মেনে নিয়েছি সব
এখন এসব মেনেই সহজ জীবন আমার;
যত পারো আমাকে রাঙাও তোমার ইচ্ছের প্রতি আঁচড়ে।
খান নজম-ই-এলাহি
অনুষ্ঠান উপস্থাপক
বাংলাদেশ বেতার, ঢাকা।