রংপুর বিভাগে এবি পার্টির রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত
রংপুর বিভাগের জেলা প্রতিনিধিদের নিয়ে রাজনৈতিক কর্মশালার আয়োজন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। শনিবার (২১ অক্টোবর) আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) এই রাজনৈতিক কর্মশালা রংপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
রংপুর মহানগর আহবায়ক অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে ও দিনাজপুর জেলা সদস্য সচিব মেহেদী হাসান চৌধুরী পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল।
প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান চৌধুরী বলেন, তিন বছরের অধিক সময় আমরা পার্টি গঠন করেছি। আপনারা অনেক পরিশ্রম করে পার্টিকে তৃণমূলে ছড়িয়ে দিতে ভুমিকা পালন করছেন। আমরা একটা কঠিন লক্ষ্য সামনে রেখে নতুন রাজনীতি শুরু করেছি। এবি পার্টি এই রাষ্ট্রকে মেরামত করতে চায়, বাংলাদেশকে একটি কল্যান রাষ্ট্রে পরিনত করতে চায়। এই লক্ষ্য অর্জনে আপনাদের সক্রিয় ও ঐক্যবদ্ধ ভুমিকা পালন করতে হবে।
অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, এবি পার্টি নির্বাচন কমিশনের সকল নিয়ম মেনে নিবন্ধনের আবেদন দাখিল করেছিলো। কিন্তু দলদাস নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন দেয়নি, আজ আন্তর্জাতিক সকল সংস্থা ও বন্ধু রাষ্ট্রের প্রতিনিধিদের প্রশ্নের মুখে তাদের পড়তে হচ্ছে। রাজনীতির মাঠে এবি পার্টি এক নতুন অধ্যায়ের সুচনা করেছে, যার ফলে নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন না দিলেও দেশী বিদেশি সকল সংস্থা ও আমাদের সকল বন্ধু রাষ্ট্র এবি পার্টিকে বাংলাদেশের এই সংকট পরিস্থিতিতে গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। আপনারা নানা বাধা বিপত্তি ঝেড়ে ফেলে সংগঠনকে বিস্তৃতি ও শক্তিশালী করতে ভূমিকা রাখুন। ইনশাআল্লাহ আগামী দশ বছরের মধ্যেই দেশের রাজনীতির গতিপথ পরিবর্তন করে বাংলাদেশকে একটি জনগণের কল্যানমূলক রাষ্ট্রে পরিনত করবো ইনশাআল্লাহ।
কর্মশালায় আনোয়ার সাদাত টুটুল রংপুর বিভাগের জেলা সমুহের সাংগঠনিক কাজের বিস্তারিত খোঁজ খবর নেন এবং সংগঠন শক্তিশালী করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন রংপুর জেলা আহবায়ক আব্দুল বাসেত মারজান, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব মাষ্টার আব্দুল লতিফ, দিনাজপুর জেলা আহবায়ক শহিদুল ইসলাম, নীলফামারী জেলা আহবায়ক আবু হেলাল, লালমনিরহাট জেলা আহবায়ক আসাদুজ্জামান আসাদ, কুড়িগ্রাম জেলা আহবায়ক নজরুল ইসলাম, রংপুর মহানগর সদস্য সচিব মাহবুবার রহমান, কেন্দ্রীয় সদস্য ও রংপুর জেলা সদস্য সচিব জনাব এনামুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মুন্তাকিনুজ্জামান, শাহীনুর আলম, মোস্তফা কামাল রন্জু, আমানুল্লাহ্ রাসেল ও মোজাম্মেল হক বাবু প্রমুখ।