নোয়াখালীতে ঢিলেঢালা হরতাল, গ্রেফতার ৮৪; আ.লীগের শান্তি সমাবেশ

0

দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল নোয়াখালীতে ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার (২৮ অক্টোবর) রাতে সেনবাগ উপজেলার সেবারহাট বাজার এলাকায় একটি ট্রাকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। রোববার (২৯ অক্টোবর) সকালের দিকে বেগমগঞ্জ উপজেলায় হরতালের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। সকাল ৮টার দিকে সোনাইমুড়ী উপজেলার একটি সড়কে গাছের গুডি পেলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে হরতাল সমর্থকরা।

দুপুরে জেলা শহর মাইজদীর শহীদ ভুলু স্টেডিয়ামের সামনের সড়কে ১৫-২০জন বিএনপির নেতাকর্মি হরতালের সমর্থনে ঝটিকা বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে তারা সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এর আগে হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। বিক্ষোভ মিছিল শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু প্রমূখ।

এদিকে হরতালে নাশকতার আশঙ্কায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শনিবার রাতে জামায়াত-বিএনপি সন্দেহে জেলার বিভিন্ন স্থান থেকে ৮৪ জনকে গ্রেফতার করেছে। পুলিশের ঐ অভিযান সদর উপজেলা থেকে ৭ জন, হাতিয়া থেকে ১ জন কোম্পানীগঞ্জ থেকে ৬জন , বেগমগঞ্জ থেকে ১৭জন , সেনবাগ থেকে ১৪জন, চাটখিল থেকে ৪জন, সোনাইমুড়ী থেকে ২১ জন , সুবর্ণচর থেকে ৬ জন ও জেলা গোয়ান্দো পুলিশ (ডিবি) ৮জনসহ মোট ৮৪ জনকে গ্রেফতার করে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.