কুমিল্লায় বাসচাপায় ২ যুবদল নেতার মৃত্যু

0

কুমিল্লায় বাসচাপায় সদর দক্ষিণ যুবদলের দুই নেতার মৃত্যু হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সদর দক্ষিণ উপজেলা যুবদলের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন। তিনি লালবাগ গ্রামের বাসিন্দা। অপরজন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইরফানুর রহমান মানিক। তার বাড়ি উপজেলার গিলাতলী গ্রামে।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক দুই যুবদল নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হাইওয়ে পুলিশ বলছে, দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছেন তারা।
স্থানীয়রা জানান, যুবদল নেতা দেলোয়ার এবং ইরফানুর একটি মোটরসাইকেলে সুয়াগাজীর দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে লালবাগ এলাকায় তাদের মোটরসাইকেলটিকে যমুনা পরিবহনের একটি বাস চাপা দিলে দুজনই মারাত্মক আহত হন।

এরপর তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর তাদের মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনেরা তাদের মরদেহ নিয়ে যায়।

এদিকে, কুমিল্লার মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসেন বলেন, ‘হোটেল তাজমহলের সামনে বাসচাপায় দেলোয়ার হোসেন নামে একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পেয়েছি।’

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.