যশোরের বিভিন্ন এলাকায় বিএনপির অবরোধ কর্মসূচীতে জনসাধারণের দুর্ভোগ এড়াতে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সড়ক, মহাসড়ক এবং গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করেছে র্যাব -৬।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ যশোর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মাদ সাকিব হোসেন এক প্রেস রিলিজে জানিয়েছেন, বিএনপি কর্তৃক হরতাল অবরোধে জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি রোধে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য বাহিনীর পাশাপাশি র্যাবের টহল অব্যাহত আছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) র্যাব-৬, সিপিসি-৩ যশোর ও নড়াইল জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোম্পানী কমান্ডারসহ একাধিক টহল টিম সর্বদা নজরদারি অব্যাহত রাখে। গুরুত্বপূর্নস্থানসহ হাইওয়েতে যান চলাচল স্বাভাবিক রাখা এবং এলাকায় অপ্রীতিকর ঘটনা রোধে ২৪ ঘন্টা নিরলসভাবে দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা বাহিনী।