ধূমপান নিয়ন্ত্রণে কিশোরগঞ্জে শিক্ষামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

0

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও আইন সংশোধনসহ ধূমপানের ক্ষতিকর দিক বিবেচনায় এনে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার দঃ কেশবা সঃপ্রঃ বিঃ, রুপালি কেশবা সঃপ্রঃবি, নাজাহ উচ্চ বিদ্যালয়ে ছাত্র শিক্ষক যৌথ অংশগ্রহণে ধূমপায়ীদের সচেতন করতে প্লে-কার্ট ক্যাম্পেইন পরিচালিত হয়।

গত বুধবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত এই কর্মসূচীর নেতৃত্ব দেন যুব সমাজের আলো সংস্থার উপজেলা সমন্বয়কারী ওমর ফারুক বসুনিয়া এবং মাইক্রো মার্চেন্ট মবিলাইজার আঃ মতিন। উক্ত কার্যক্রমে সহায়তা করেন ফাবিহা গ্রুপ ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে লিমিটেড।

উপজেলা সমন্বয়কারী বসুনিয়া লিটন বলেন, উক্ত প্রকল্পের আওতায় কিশোরগঞ্জ উপজেলায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করার লক্ষে পর্যায়ক্রমে লিফলেট ক্যাম্পেইন, লেটার ক্যাম্পেইন, স্টিকার ক্যাম্পেইন, আলোচনা সভা, সার্ভে, ডাটা কালেকশন, সরকারী বেসরকারী অফিস ও পাবলিক প্লেসে ধূমপানমুক্ত সাইন সম্বলিত সাইন বোর্ড স্হাপনসহ ধূমপান বিরোধী কর্মসূচি বাস্তবায়ন করা হবে।।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.