ভূমি ব্যবহারে মহাপরিকল্পনার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

0

যেখানে সেখানে ঘরবাড়ি বা শিল্প স্থাপন নির্মাণ কিংবা অন্য কোনও কাজে যেন পরিকল্পনা ছাড়া ভূমির ব্যবহার বন্ধে প্রত্যেক উপজেলায় মাস্টারপ্ল্যান (মহাপরিকল্পনা) করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে সচিব মাহবুব হোসেন জানান, প্রধানমন্ত্রীর তরফ থেকে নির্দেশনা এসেছে, ভূমি ব্যবহারের ক্ষেত্রে আমাদের প্রত্যেক উপজেলায় যেন মাস্টারপ্ল্যান থাকে। স্থানীয় সরকার বিভাগ থেকে জানানো হয়েছে যে তারা একটি উদ্যোগ গ্রহণ করেছেন, এ লক্ষ্যে কাজ তারা শুরুর করেছেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.