৮২ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনএম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের জন্য ৮২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিএনএম মহাসচিব ডা. মো. শাহজাহানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দলটির ভারপ্রাপ্ত সভাপতি শাহ মো. আবু জাফর এবং মহাসচিব ডা. মো. শাহজাহানের সই করা তালিকায় ৮২ আসনে বিএনএম মনোনীত প্রার্থীর নাম ঘোষনা করা হয়।
নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার পর ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছিল বিএনএম। তবে শুধু ৮২টি আসনে প্রার্থী দেওয়া প্রসঙ্গে দলের পক্ষ থেকে বলা হয়, কোয়ান্টিটিতে নয় কোয়ালিটিতে বিশ্বাস করে বিএনএম।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটে জয়ী হয়ে তাদের প্রার্থীরা সংসদে অর্থপূর্ণ ও বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবে বলে আশা প্রকাশ করেন দলটির নীতি নির্ধারকরা।