নৌকা নিয়েও হেরে গেলেন জাসদের ইনু

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীকে নির্বাচন করে হেরেছেন। স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন ট্রাক প্রতীকে এক লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ইনু পেয়েছেন ৯২ হাজার ৪৪৫ ভোট। কামারুল মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।

রবিবার (০৭ জানুয়ারি) রাতে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও রিটার্নি কর্মকর্তা মো. এহতেশাম রেজা ভোটের ফল ঘোষণা করেন। একইসঙ্গে কামারুল আরেফিনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.