বিপুল ভোটে নির্বাচিত হলেন মাশরাফি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিএম কবিরুল হক মুক্তি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. মিল্টন মোল্যা (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৭৫৪ ভোট।
এ আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী মো. নজরুল ইসলাম (হাতুড়ি) পেয়েছেন ২ হাজার ১৯৭ ভোট, জাতীয় পার্টির (জেপি) শামিম আরা পারভীন ইয়াসমীন (বাইসাইকেল) ৫১৩ ভোট, তৃণমূল বিএনপির শ্যামল চৌধুরী (সোনালি আঁশ) ৫৬৩ ভোট , স্বতন্ত্র প্রার্থী সিকদার মো. শাহাদাত হোসেন (মাথাল) ১ হাজার ৩১ ভোট এবং অপর স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক (ঈগল) ৮৮১ ভোট পেয়েছেন।