কামরাঙ্গীরচরে ইজিবাইক ও অটোরিক্সায় চাঁদাবাজিকালে গ্রেফতার ৮
কামরাঙ্গীরচর থানা এলাকায় ইজিবাইক ও অটোরিক্সা থেকে চাঁদা আদায়ের সময় ৮ চাঁদাবাজকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মো: আল মাহমুদ হোসেন, মো: মোরশেদ আলম, মো: রফিকুল ইসলাম, মো: শাহিন হোসেন, মো: রওশন এরশাদ, মো: রাজু , মো: রতন, মো: সুজন ইসলাম। এ সময় তাদের হেফাজত হতে আদায়কৃত চাঁদার ৮ হাজার টাকা উদ্ধার করা হয়। গত শুক্রবার রাতে কামরাঙ্গীরচর থানার পাকাপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম ডিএমপি নিউজকে জানান, গতকাল রাতে কামরাঙ্গীরচর থানা পুলিশ ইজিবাইক ও অটোরিক্সায় চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। পাকাপুল এলাকার রাস্তায় চলাচলরত ইজিবাইক ও অটোরিক্সা জোরপূর্বক থামিয়ে চালকদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক টাকা আদায় করার সময় ৮ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় নিয়মিত মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।