সমুদ্রে উষ্ণতায় পৃথিবীতে বড় পরিবর্তনের আশঙ্কা

0

২০২৩ সালের মার্চ মাসের মতো এবারও একই সময়ে সমুদ্রের পানির উষ্ণতা রেকর্ড করে চলেছে। এটি কামার কোনো লক্ষণও দেখছেন না বিজ্ঞানীরা। সমুদ্রের তাপের অভূতপূর্ব এই ধারা চলতে থাকলে পৃথিবীর সিস্টেমে বড় পরিবর্তন ঘটতে পারে বলে আশঙ্কা তাদের। খবর ওয়াশিংটন পোস্টের।

গত বছর এই সময়ে বিজ্ঞানীরা বিশ্বের মহাসাগরগুলোর উষ্ণতার রেকর্ড হওয়ায় অবাক হয়েছিলেন। চিন্তিতও হয়েছিলেন এই ভেবে, এটি আসলে কোন পর্যায়ে যেতে পারে। ওই সময়ে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার বৃদ্ধি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নাটকীয় ছিল। এমন বাস্তবতায় বিজ্ঞানীরা এল নিনোর প্রভাবের বিষয়টি চিন্তায় আনেন। জলবায়ুর এই প্যাটার্ন প্রশান্ত মহাসাগরকে উষ্ণ করে তোলে, শিপিং লাইনার দূষণ এবং বড় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে সম্ভাব্য উষ্ণায়নের প্রভাবেও এটি হয়ে থাকে। কিন্তু সমুদ্রের এই উষ্ণতার সঠিক কোনো কারণ পাওয়া যায়নি। এ অবস্থা চলেছে কয়েক মাস ধরে, যা প্রায় সব মহাসাগরের পৃষ্ঠজুড়ে তাপতরঙ্গ ছড়িয়ে দিয়েছিল। সমুদ্রের তাপের অভূতপূর্ব ওই ধারা দ্বিতীয় বছরে এসেও দেখা যাচ্ছে।

নাসা গডার্ড ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিজের ডিরেক্টর গ্যাভিন শ্মিড্ট বলেছেন, এ অবস্থা বোঝায়, বিজ্ঞানীদের প্রত্যাশার চেয়েও অনেক দ্রুত উষ্ণায়ন হচ্ছে। এভাবে সমুদ্রের পানি গরম হয়ে যাওয়ায় জলজ প্রাণীরা হুমকিতে রয়েছে। সমুদ্রের তাপতরঙ্গগুলো বায়ুমণ্ডলে পরিলক্ষিত উষ্ণতম অবস্থার সঙ্গেও মিলে যায়। গত বছর গড় বৈশ্বিক বায়ুর তাপমাত্রা মানুষের ধারণার চেয়ে বেশি বেড়েছে। যা সম্ভবত ১ লাখ বছরেরও বেশি সময়ের মধ্যে উষ্ণতম ছিল। জলবায়ু বিজ্ঞানীদের ধারণা, ২০২৪ আরও উষ্ণ হতে পারে। কিন্তু বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব সেলেস্তে সাওলো বলেছেন, পৃথিবীর মহাসাগরজুড়ে এমন নাটকীয় উষ্ণতা আরও বেশি উদ্বেগজনক।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.