জীবন থেকে হারিয়ে গেল
জীবন থেকে হারিয়ে গেল
কত শত দিন,
মাথার উপর ঝুলে আছে
পাহাড় সমান ঋণ।
এই ঋণতো ধার দেনা নয়
পাপের হিসাব মেলা,
এরই মাঝে শুরু করছি
আবারও পথ চলা।
ক্ষমা কি চেয়েছি মোরা
যত করেছি পাপ?
মনের মাঝে জন্মেছে কি
কিঞ্চিৎ অনুতাপ?
তবে মোরা কিসের তরে
করছি আয়োজন,
সবার আগে তওবা করে
করো পাপ মোচন।
মুসলিম তুমি ভুলে যেওনা
কিসের নতুন দিন,
আজ মরলে কাল তোমার
হবে যে দুদিন।
✍শারমিন আকতার মনি