ঈদ ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অপরাধ প্রতিরোধে অধস্তনদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে ডিএমপি হেডকোয়ার্টার্সে মার্চ ২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন ডিএমপি কমিশনার।
অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার বলেন, মার্কেটগুলোতে ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করেছে। এ সময় মলম পার্টি ও অজ্ঞান পার্টির তৎপরতাও বেড়ে যায়।
অপরাধীদের শনাক্ত করার পাশাপাশি গ্রেফতার করে আইনের আওতায় এনে অপরাধ প্রতিরোধ করতে হবে বলে উল্লেখ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা: শফিকুল ইসলাম।